কলাপাড়ায় পরীক্ষায় নকলে সহায়তা: দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

পটুয়াখালীর কলাপাড়ায় দাখিল পরীক্ষার গণিত বিষয়ে পরীক্ষাকালীন সময়ে শিক্ষার্থীদের নকলে সহায়তার অভিযোগে দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষকরা হলেন—ইয়াকুব আলী ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মো. দেলোয়ার হোসেন এবং লালুয়া নয়াপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী মো. রিয়াজ উদ্দিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় এই অনিয়ম দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে তাদের চলমান দাখিল পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেন।
পরীক্ষা কেন্দ্রের সচিব ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন জানান, “আমাদের কেন্দ্রের ৫ নম্বর কক্ষে এই দুই শিক্ষক দায়িত্বে ছিলেন। কিন্তু তারা পরীক্ষার সময় শিক্ষার্থীদের নকল করতে সহযোগিতা করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেন।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান বলেন, “পরীক্ষা কেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাদের পাবলিক পরীক্ষার কোনো দায়িত্ব না দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ জানানো হয়েছে। আমরা সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ নজরদারি করছি।”