প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫ ০০:৪৬

জয়পুরহাটের ক্ষেতলালে এক সপ্তাহ ধরে নিখোঁজ স্কুলছাত্র কাফি, উৎকণ্ঠায় পরিবার ও এলাকাবাসী

মোঃ মোয়ান্নাফ হোসেন, শিমুল, জয়পুরহাট ঃ
জয়পুরহাটের ক্ষেতলালে এক সপ্তাহ ধরে নিখোঁজ স্কুলছাত্র কাফি, উৎকণ্ঠায় পরিবার ও এলাকাবাসী

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্র মোঃ কাফি খন্দকার (৮) গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শিশুটির কোনো খোঁজ না পাওয়ায় তার পরিবার ও স্বজনরা চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

কাফি ক্ষেতলাল উপজেলার নশিরপুর দৌলতগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের একমাত্র সন্তান। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সেদিন বিকেলেও সে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলাধুলা শেষে সবাই বাড়ি ফিরে এলেও কাফি আর বাড়ি ফেরেনি।

পরিবার অনেক খোঁজাখুঁজি করেও কাফির সন্ধান পায়নি। অবশেষে ১৮ এপ্রিল রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি এলাকায় মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার এবং আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি খোঁজ করা হলেও কোথাও তার খোঁজ মেলেনি।

নিখোঁজের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

স্থানীয় আলমপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য জোসনা খাতুন বলেন, “বাচ্চাটি নিখোঁজ হওয়ার পর আমরা এলাকাবাসী মিলে প্রতিটি ঘরে ঘরে খোঁজ করেছি। কিন্তু কোনো হদিস পাওয়া যায়নি। একটি শিশুকে খুঁজে পেতে প্রশাসনের এত সময় লাগছে কেন, তা বোধগম্য নয়। আমরা দ্রুত উদ্ধারের দাবি জানাই।”

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপেন্দ্রনাথ সিংহ জানান, “শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। পুলিশ, র‌্যাবসহ দেশের বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়েছে। আমরা শিশুটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।”

শিশুটিকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

উপরে