প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫ ০১:০৬

তিস্তা প্রকল্পে লেবারদের সংঘর্ষে গুরুতর আহত জনপ্রতিনিধি নজরুল, রংপুর মেডিকেলে চিকিৎসাধীন

উপজেলা সংবাদদাতা, জলঢাকা, নীলফামারীঃ
তিস্তা প্রকল্পে লেবারদের সংঘর্ষে গুরুতর আহত জনপ্রতিনিধি নজরুল, রংপুর মেডিকেলে চিকিৎসাধীন

নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন তিস্তা নদী তীর সংরক্ষণ প্রকল্পে কাজ ভাগাভাগি নিয়ে স্থানীয় লেবার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম মেম্বার।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে জলঢাকা উপজেলার হলদিবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, লেবার সর্দার তসলিম উদ্দিন ও তার সহযোগী ঠিকাদার আশরাফ হোসেনের মধ্যে কাজের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে তসলিম উদ্দিন ও তার লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইউপি সদস্য নজরুল ইসলামও হামলার শিকার হন।

আহত অবস্থায় তাকে প্রথমে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার চোখের নিচে ১৩টি সেলাই করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ না করে স্থানীয় লেবার সর্দারদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেয়, যার ফলে লেবারদের মধ্যে কর্তৃত্বের লড়াই সৃষ্টি হচ্ছে। এ ঘটনার কারণে প্রকল্পের কাজেও ব্যাঘাত ঘটছে।

জলঢাকা থানার এসআই এমতাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর আহত ইউপি সদস্যের চিকিৎসা নিশ্চিত করে এবং এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা রেজাউল করিম বলেন, "ঘটনাটি মীমাংসার চেষ্টা করছি, তবে যারা দোষী, তাদের শাস্তি হওয়া উচিত।"

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “তিস্তা তীরবর্তী জনপদকে বন্যার হাত থেকে রক্ষা করতে প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে, তবে এই ধরনের সংঘর্ষ প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।”

উল্লেখযোগ্য যে, ২০২৪-২৫ অর্থবছরে হলদিবাড়ি এলাকায় পাঁচটি প্যাকেজে নদী তীর সংরক্ষণ কাজ চলছে। স্থানীয়রা সংঘর্ষের বিচার এবং প্রকল্পের কাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।