প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫ ০১:১৮
সিরাজগঞ্জে পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিললো ৭৮ কেজি গাঁজা
চলনবিল সংবাদদাতা:

সিরাজগঞ্জের সলঙ্গায় একটি পরিত্যক্ত কাভার্ডভ্যান থেকে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে খালকুলা বাজারের পূর্ব পার্শ্বে সাদা-নীল রঙের একটি পিকআপ ভ্যান সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ।
তল্লাশি ও উদ্ধার অভিযানের বিস্তারিত
প্রাথমিকভাবে গাড়িটিতে কিছু না পাওয়ায় সেটিকে থানায় নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে সন্দেহের ভিত্তিতে গাড়ির তলদেশ পরীক্ষা করে দেখা যায়, চেচিসের উপর বিশেষ কায়দায় গাঁজা লুকানো রয়েছে। বিষয়টি বগুড়া হাইওয়ে পুলিশ রিজিয়নকে জানানো হলে পুলিশ সুপার শহিদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার现场ে এসে বিস্তারিত তল্লাশির নির্দেশ দেন।
এরপর গাড়ির বডির ভেতরে লুকানো অবস্থায় খাকি রঙের কসটেপ ও নীল পলিথিনে মোড়ানো ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া চলমান
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গাঁজার মালিক ও পাচার চক্রকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই ঘটনা চলমান মাদক পাচার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার একটি সফল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।