প্রকাশিত : ৭ মে, ২০২৫ ০০:৫৬

অভিযানের খবরে ছটকে পড়ে উত্তোলনকারীরা, আদমদীঘির নাগর নদ থেকে ৬ হাজার সেফটি বালু জব্দ

উপজেলা সংবাদদাতা, আদমদীঘি, বগুড়াঃ
অভিযানের খবরে ছটকে পড়ে উত্তোলনকারীরা, আদমদীঘির নাগর নদ থেকে ৬ হাজার সেফটি বালু জব্দ

বগুড়ার আদমদীঘির নাগর নদ থেকে শ্যালোচালিত ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ৬ হাজার সেফটি বালু জব্দ করা হয়েছে। গত সোমবার (৫ মে) দুপুরে উপজেলার চাঁপাপুর নাগর নদ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব বালু জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়নের অংশে নাগর নদ থেকে শ্যালোচালিত ড্রেজার মেশিন দিয়ে তলদেশের গভীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও তাদের উত্তোলন করা ৬ হাজার সেফটি বালু জব্দ করা হয়।

জব্দ করা বালু নিলামের মাধ্যমে বিক্রি করা হবে এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা হবে বলে জানা গেছে।

উপরে