গাবতলীতে বিদেশ পাঠানোর নামে ১০লাখ টাকা আত্মসাত

বগুড়ার গাবতলীতে বিদেশ পাঠানোর নামে প্রায় ১০লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলাসূত্রে জানা গেছে, গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে মোঃ রিপন মিয়ার (৩৪) ভাগ্নে ফুল মাহমুদ মালয়েশিয়ায় কর্মরত ছিল। সেখানে একই সাথে কাজ করতো শেরপুর জেলার শেরপুর উপজেলার কুঠুরাকান্দা গ্রামের মো: ইউসুফের ছেলে রেজাউল করিম। বিগত ২০২২সালে ফুল মাহমুদ স্থায়ীভাবে দেশে ফিরেন। তখন রেজাউল করিম বিদেশ থেকেই ফুল মাহমুদকে দিয়ে অর্থ আত্মসাতের ফন্দি আঁটেন। এরই ধারাবাহিকতায়
প্রবাসি রেজাউলের কথামতো ফুল মাহমুদ তার মামা রিপনসহ মোট চারজনের কাছ থেকে মালয়েশিয়ায় পাঠানোর নামে ৯লাখ ৮৩হাজার টাকা নিয়ে স্বাক্ষী হিসেবে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে রেজাউল করিমকে প্রদান করেন। কিন্তু ওই চারজনকে বিদেশে না পাঠিয়ে নানা তালবাহানায় সময়ক্ষেপন করতে থাকে রেজাউল করিম। এ নিয়ে ২০২৪সালের ২০ ফেব্রুয়ারী রেজাউল করিমের বসতবাড়ীতে এক শালিশী বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, রেজাউল করিম দুই মাসের মধ্যে সমুদয় অর্থ ফেরত দিবে। অন্যথায় অর্থ প্রদানকারীরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলে ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে লিখিত অঙ্গীকার করেন রেজাউল করিমের মা ও নানী। এরপরেও রেজাউল করিম একের পর এক অর্থ পরিশোধের দিনক্ষণ দিতে থাকেন। উপান্তর না পেয়ে রিপন বাদী হয়ে গত ২৭ এপ্রিলে জেলা বগুড়ার সদর থানা আমলী আদালতে রেজাউল করিম ও তার মা রেজিয়া বেগম ও নানী সফুরা বেগমের নামে একটি মোকদ্দমা দায়ের করেন-যার নং ১১৭৪সি / ২০২৫ (সদর)।