প্রকাশিত : ১০ মে, ২০২৫ ২১:১৬
ধামইরহাটে বাবা-মায়ের উপর অভিমান করে যুবকের আত্মহত্যা
উপজেলা সংবাদদাতা, ধামইরহাট, নওগাঁঃ

নওগাঁর ধামইরহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবা-মায়ের উপর অভিমান করে সাগর ইসলাম (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সাগর ইসলাম উপজেলার রামরামপুর তেলিপাড়া এলাকার রাহিদুল ইসলামের ছেলে।
নিহতের বাবা রাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সামান্য টাকার জন্য পারিবারিক কলহের একপর্যায়ে অভিমানে সাগর নিজ ঘরে বিষপান করে। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে পথেই সে মারা যায়।
রাহিদুল ইসলাম আরও জানান, সাগর মাদক সেবনের সঙ্গে জড়িত ছিল।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শনিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।”