প্রকাশিত : ১২ মে, ২০২৫ ০১:৩৭
লোকনৃত্য পরিবেশনায় বিজয় দিবসের ৮০তম বার্ষিকী উদযাপন করল ঢাকাস্থ রাশিয়ান হাউস
ষ্টাফ রিপোর্টার

রাশিয়ান ঐতিহ্যবাহী লোকনৃত্যের সমৃদ্ধ শৈলী প্রদর্শনের মাধ্যমে শনিবার বিজয় দিবসের ৮০তম বার্ষিকী উদযাপন করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউস।
আনন্দঘন এই দিনে অনুষ্ঠানটি উপস্থাপন করেছে রাশিয়ার খ্যাতনামা লোকনৃত্য দল "ওব্রাজ", যা সাহস, ঐক্য এবং শান্তির অমর ঐতিহ্যকে সম্মানিত করেছে।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে রাশিয়ান হাউস ঢাকার পরিচালক মি. পাভেল দভোইচেনকভ বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্বের উপর আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন যে, প্রতি বছর ৯ই মে বিজয় দিবস পালন করা হয়, যা মহান দেশপ্রেমিক যুদ্ধের মধ্যে জীবন দিয়েছেন তাদের ত্যাগ এবং সাহসিকতাকে স্মরণ করার একটি বিশেষ দিন। তিনি আরও বলেন যে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এসব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পারস্পরিক বন্ধুত্ব এবং আন্তরিকতা আরও দৃঢ় হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্দার জি. খোজিন এবং রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ এর সভাপতি মিয়া সাত্তার। এছাড়াও এই আয়োজনে কূটনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছাত্র ও যুব প্রতিনিধি এবং বাংলাদেশী জনসাধারণের সদস্যরা আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের জন্য প্রশংসার অভিন্ন চেতনায় জড়ো হয়েছিলেন।
"ওব্রাজ" দলটি তাদের পরিবেশনার মাধ্যমে রাশিয়ান লোকনৃত্যের এক মনোমুগ্ধকর ধারাবাহিক রূপ উপস্থাপন করে, যেখানে রঙিন পোশাক, ছন্দময় কোরিওগ্রাফি এবং জীবন্ত কাহিনীগুলোর মাধ্যমে রাশিয়ান সংস্কৃতির ঐতিহ্য চোখের সামনে প্রাণ ফিরে পায়। প্রতিটি নৃত্য শেষে দর্শকদের উষ্ণ অভিবাদন ও করতালির ঝংকার শোনা যায় আর পুরো অনুষ্ঠানজুড়ে তারা মুগ্ধতার আবেশে আবদ্ধ থাকেন।
এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্বকে কেবল শ্রদ্ধা জানায়নি বরং রাশিয়া ও বাংলাদেশের মধ্যে অটুট বন্ধুত্ব এবং অভিন্ন মূল্যবোধের এক সুদৃঢ় বার্তাও বহন করেছে। যা আবারও প্রমাণ করে যে সংস্কৃতি জাতিগুলোর মাঝে ঐক্য গড়ে তুলতে, প্রেরণা জাগাতে এবং আন্তঃদেশীয় সেতুবন্ধন তৈরিতে এক অসীম শক্তি হিসেবে কাজ করে।