এলাকাবাসীর তোপের মুখে বন্ধ আলতাদিঘী জাতীয় উদ্যান গেটের নির্মাণ কাজ

নওগাঁর ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানের প্রধান গেট নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার মইশড় এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা যায়।
জানা গেছে, রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় সামাজিক বনায়নের মাধ্যমে ৬টি প্যাকেজে মোট ১ কোটি ৫৬ লাখ ৯৬২ টাকা ব্যয়ে এই নির্মাণকাজ চলছে। কার্যাদেশ অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পেয়েছে রাজশাহী বোয়ালিয়ার মেসার্স ফারিভা অটো।
অনিয়মের অভিযোগ
সরেজমিনে দেখা গেছে, মেইন গেটের ঢালাই কাজে মান নিয়ন্ত্রণ না রেখে ইটের খোয়া ও ১৬ মিলিমিটার রডের পরিবর্তে ১২ মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে। এছাড়া, পার্কে নির্মিতব্য ৩০টি বসার বেঞ্চেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা আক্তার হোসাইন সিজন চৌধুরী বলেন, “আমরা বারবার অনিয়মের কথা বললেও কেউ কর্ণপাত করেনি। বরং আমাকে মামলা ও হুমকি দেওয়া হয়েছে। এমনকি বলেছে, ‘বাঁশের কুচি দিয়েও কাজ করব, তাতে আপনার সমস্যা কী?’”
প্রশাসনের প্রতিক্রিয়া
বনবিট কর্মকর্তা আনিছুর রহমান বলেন, “যদি কাজ শিডিউল অনুযায়ী না হয়, তাহলে আমরা বিধি অনুযায়ী ব্যবস্থা নেব। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।”
ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য
নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সহযোগী মো. পরশ বলেন, “কাজের কোনো সমস্যা থাকলে স্থানীয়দের সঙ্গে বসে সমাধান করা যেত। কিন্তু তারা আমাদের লোকজনকে মারধর করেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তাদের নির্দেশে কাজ পুনরায় শুরু হবে।”