প্রকাশিত : ১৪ মে, ২০২৫ ০০:৩৮

পাবনায় চরমপন্থি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

পাবনা জেলা সংবাদদাতাঃ
পাবনায় চরমপন্থি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে বাবুল শেখ (৪০) নামে এক চরমপন্থি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু, উপজেলার বিজয়রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম

ঘটনাক্রম:

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও বাবুল শেখ বাজারের এক চায়ের দোকানে গিয়েছিলেন। তবে সেদিন কলা ও বিস্কুট না খেয়ে দোকান ছেড়ে বেরিয়ে পড়েন। কিছুদূর যাওয়ার পর আমবাগানের পাশে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হামলা চালায়।

দুর্বৃত্তরা প্রথমে তাকে চাপাতি দিয়ে মুখে একাধিক কোপ দেয় এবং পিঠে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশি তদন্ত ও প্রাথমিক ধারণা:

ওসি আব্দুস সালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু একজন চরমপন্থি নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দুটি ও আতাইকুলা থানায় একটি ফৌজদারি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

তদন্ত চলছে:

এ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। এখনো পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি বা কাউকে আটক করা হয়নি।

উপরে