প্রকাশিত : ১৪ মে, ২০২৫ ০০:৪৭

কলাপাড়ায় আধিপত্য বিস্তার ও শ্রমিক সরবরাহ বিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ১ কোটি টাকা

উপজেলা সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালীঃ
কলাপাড়ায় আধিপত্য বিস্তার ও শ্রমিক সরবরাহ বিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ১ কোটি টাকা

পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তার এবং পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সার্ভিস জেটিতে লোড-আনলোড শ্রমিক সরবরাহকে কেন্দ্র করে ‘মিফতা ট্রেডার্স’-এর ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ।

মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় দোলন মৃধা, মিরাজ ও সাব্বির নামে তিন যুবক আহত হন এবং একটি প্রাইভেটকারও ভাঙচুর করা হয়। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজনৈতিক দ্বন্দ্বের জেরে হামলার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ধানখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মিফতা ট্রেডার্স-এর স্বত্বাধিকারী শাহিন মৃধা এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহসিন গ্রুপের মধ্যে শ্রমিক সরবরাহব্যবসায়িক আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে সকাল সাড়ে দশটার দিকে ৫০-৬০ জন দুর্বৃত্ত ব্যবসা প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে আগুন দেয়।

ঘটনার সময় শাহিন মৃধা প্রতিষ্ঠানের ভেতরে থাকলেও স্থানীয়দের সহায়তায় তিনি অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন।

ক্ষোভ ও মামলা দায়েরের প্রস্তুতি

শাহিন মৃধার বড় ভাই কবির মৃধা জানান, “আমার ভাই দীর্ঘদিন ধরে এখানে বৈধভাবে ব্যবসা করে আসছে। প্রতিহিংসার বশবর্তী হয়ে একটি মহল এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এলাকাবাসী দেখেছে। তাদের নাম মামলায় উল্লেখ করা হবে। বর্তমানে মামলার প্রস্তুতি চলছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপরে