প্রকাশিত : ১৪ মে, ২০২৫ ০০:৪৯

রাজশাহীতে সোনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

রাজশাহী সংবাদদাতাঃ
রাজশাহীতে সোনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

রাজশাহীর বাগমারা উপজেলায় এক সোনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। মঙ্গলবার (১৩ মে) ভোররাতে উপজেলার দামনাশ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন দামনাশ গ্রামের বাসিন্দা খোকন চন্দ্র (৪০) ও তাঁর স্ত্রী দীপ্তি রানী (৩২)। খোকন চন্দ্র দামনাশ বাজারে একটি জুয়েলারি দোকানের মালিক। বর্তমানে তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে চারটার দিকে পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল খোকনের একতলা পাকা বাড়ির ছাদ বেয়ে ভেতরে প্রবেশ করে। পরে তারা বাড়ির চারটি কক্ষের তিনটি বাইরে থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করে দেয়। এসব কক্ষে খোকনের মা, সন্তান ও অন্যান্য স্বজনেরা ছিলেন। এরপর ডাকাতেরা ব্যবসায়ীর শয়নকক্ষে ঢুকে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জাগিয়ে তোলে এবং আলমারি ও সিন্দুকের চাবি দাবি করে।

চাবি না দেওয়ায় ডাকাতেরা দু'জনকে কুপিয়ে আহত করে। এরপর ঘরে থাকা সোনা, টাকা-পয়সা ও একটি মোটরসাইকেল লুট করে পালিয়ে যায়। আহতদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খোকনের শ্যালিকা অভিযোগ করে বলেন, ডাকাতেরা বেশ কিছু স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও একটি মোটরসাইকেল নিয়ে গেছে। তবে খোকনের মা পুষ্পা রানী জানান, তাঁর কক্ষ বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছিল। ছেলের চিৎকার শুনে লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।

এ বিষয়ে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা দস্যুতার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেছিল এবং স্বামী-স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আহত করেছে। তবে ঘরের আলমারি ও সিন্দুক অক্ষত পাওয়া গেছে, কোনো লুটপাটের প্রমাণ এখনো মেলেনি। শুধু একটি মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনার বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ তদন্ত করছে।

উপরে