প্রকাশিত : ১৪ মে, ২০২৫ ০০:৫৫

রাজশাহীতে ৫ দিনব্যাপী রেফারি প্রশিক্ষণ শুরু

রাজশাহী সংবাদদাতাঃ
রাজশাহীতে ৫ দিনব্যাপী রেফারি প্রশিক্ষণ শুরু

রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে আজ (১৩ মে) সকালে রাজশাহী জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে ৫ দিনব্যাপী রেফারি প্রশিক্ষণ কোর্স। কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: জাহাঙ্গীর হোসেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক তত্বাবধানে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে মোট ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ৫ জন নারী প্রশিক্ষণার্থীও রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর হেড অফ রেফারিজ মো: আজাদ রহমান, এএফসির সাবেক এলিট রেফারি মো: শহিদুল ইসলাম লালু, সার্বিক তত্বাবধায়ক ও জেলা রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শাহিনুজ্জামান, আমিনুল ইসলাম, রেজা, আখতার, জানে আলম, বুলু সহ অন্যান্য রেফারি এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।

এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে নতুন প্রজন্মের রেফারিদের প্রস্তুতি নেওয়ার সুযোগ সৃষ্টি হবে, যা রাজশাহী জেলার ফুটবল খেলার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

উপরে