রংপুরে গৃহবধু হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

রংপুর জেলার গংগাচড়া উপজেলায় গৃহবধু সালেহা বেগম হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, এক জনকে এক বছরের কারাদণ্ড এবং তিন জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৩ মে) রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা এই রায় ঘোষণা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ৯ মার্চ দুপুরে গংগাচড়া মডেল থানার মৌভাষা বামনটারী চর এলাকায় বাদীর ছেলে সাজু মিয়া টয়লেট থেকে বের হওয়ার পর আসামীরা সাজুকে মারপিট শুরু করে। এতে সালেহা বেগম ও তার ছেলে সাজু এগিয়ে গেলে আসামীরা তাদেরকেও মারপিট করে। আসামী বুলবুল ধারালো দা দিয়ে সালেহা বেগমের মাথায় আঘাত করে, যার ফলে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে, সালেহা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, এবং চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
এরপর, নিহত সালেহা বেগমের স্বামী মঞ্জুম আলী বাদী হয়ে গংগাচড়া থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি বুলবুলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এছাড়া নুরুল আমিনকে এক বছর সশ্রম কারাদণ্ড, আফরোজা বেগম, নুর আলম, ও লাল মিয়াকে ছয় মাস সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, তিন জনকে মামলায় অব্যাহতি দেওয়া হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক বলেছেন, আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে এবং রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।