প্রকাশিত : ২২ মে, ২০২৫ ২১:৫৭
ঢাকাস্থ রাশিয়ান হাউসে আন্তর্জাতিক ম্যারাথন 'ওয়ান রান' এর উদ্বোধন
সঞ্জু রায়:

আগামী ২৪শে মে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ম্যারাথন 'ওয়ান রান' এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। মঙ্গলবার ঢাকাস্থ রাশিয়ান হাউসে ২০২৫ সালে বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন হয়।
রাশিয়ান হাউস সূত্রে জানা যায়, "ওয়ান রান" একটি অনন্য ক্রীড়া প্রকল্প যা ২৪ শে মে অনুষ্ঠিত হবে যেখানে সার্বিয়া, বাহরাইন, আর্মেনিয়া, মিশর, কিরগিজস্তান, পাকিস্তান, নেপাল, ক্যামেরুন, সংযুক্ত আরব আমিরাত, চীনসহ বিশ্বব্যাপী ২৫ টি দেশ থেকে ২ লক্ষের বেশি অংশগ্রহণকারীদের একত্রিত করবে। এ বছর বাংলাদেশ প্রথমবারের মতো এই ম্যারাথনে অংশ নেবে, যেখানে প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে রাশিয়ান ফেডারেশন দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর একাতেরিনা সেমেনোভা, কূটনৈতিক কোরের সদস্য, সাংবাদিক এবং দৌড়ের ভবিষ্যত অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।