প্রকাশিত : ২৬ মে, ২০২৫ ০০:০০

সৌদি আরবে বগুড়া জেলা জাতীয়তাবাদী ফোরাম আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে বগুড়া জেলা জাতীয়তাবাদী ফোরাম আহ্বায়ক কমিটি গঠন
সৌদি আরবে প্রবাসী বগুড়া জেলার ৩১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সৌদি আরবে বসবাসরত প্রবাসী বগুড়া জেলার জাতীয়তাবাদী আদর্শের সদস্যগণের উপস্থিতিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ মে) সৌদি আরবের রিয়াদে অবস্থিত হারার গালফ টলেডো হোটেলে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় সবার সম্মতিক্রমে ফিরোজ আহমেদ নয়নকে আহ্বায়ক ও ফরিদ মিয়াকে সদস্য সচিব করে ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। সৌদি আরব পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ একেএম গোলাম হাসনাইন সোহান ও সাধারণ  সম্পাদক এ্যাডভোকেট মীম সিদ্দিকুর রহমান এমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এই আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে একটি স্বচ্ছ ও সুন্দর পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, রেজাউল হক খন্দকার, মাহাবুবর রহমান, আমজাদ এইচ সরকার, রফিকুল ইসলাম, সোহান সরকার, সদস্য আমিনুল ইসলাম চপল, আব্দুর রহিম, শাহ আলম মন্ডল, নয়ন মন্ডল, আইয়ুব আলী জনি, মাইনুর ইসলাম ইমরান, মেহেদী হাসান সজল, সামিউল ইসলাম শিলু, তাহেরুল ইসলাম, আতিক রহমান, শহিদুল ইসলাম সবুজ, রানা ফকির, মিজানুর রহমান, লিটন ইসলাম, আলমগীর কবির, সুলতান মাহমুদ, মাহফুজুর রহমান চঞ্চল, মমিন প্রামানিক, শাহিনুর ইসলাম, আর এম লোটাস, সবুজ আহমেদ ও টিপু সুলতান।
নবগঠিত এই আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে বগুড়া জেলার বিভিন্ন থানা প্রতিনিধি নিয়ে। যারা দীর্ঘদিন ধরে প্রবাসে দলীয় ও  সামাজিক কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে জড়িত। রেমিটেন্স যোদ্ধাদের সকল অধিকারের বিষয়ে তাদের সঠিক অবস্থান তুলে ধরতে এই জাতীয়তাবাদী ফোরাম কাজ করবে।
নেতৃবৃন্দরা জানান, নতুন কমিটি আগামী দিনে প্রবাসে জাতীয়তাবাদী আদর্শকে আরও সমন্বিত করে এগিয়ে যাবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য ভূমিক রাখবে। এই কমিটি প্রবাসে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। নতুন কমিটিকে সৌদি আরবে বিভিন্ন প্রদেশে অবস্থিত বগুড়া জেলার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ও শক্তিশালী কমিটি করার আহ্বান করা হয়। এর সাথে আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদত বার্ষিকী পালনের বিষয়ে আলোচনা করা হয়।
 
 
উপরে