রংপুরে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

রংপুরের হাজিরহাট এলাকার পূর্ব গোয়ালু গ্রামে ১ কেজি গাঁজাসহ রিনা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের বিভাগীয় স্টাফ সহকারী উপ-পরিদর্শক মো. আতাউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেন সিপাহী মো. জুলফিকার আলী ভুট্টু, সাজেদুল ইসলাম সোহাগ, ইদ্রিস আলী, আশরাফুল ইসলাম হিমেল, সাহাব উদ্দিন, আখতারুজ্জামান, ডিটল চন্দ্র এবং রুমাইয়া খাতুন।
অভিযানকারীরা জানান, রিনা বেগমের শয়নকক্ষে কাঠের আলমারির নিচে থাকা ড্রয়ার থেকে পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি হাজিরহাট আরপি.এমপি থানাধীন পূর্ব গোয়ালু এলাকার বাসিন্দা। তার বাবার নাম বাদশা মিয়া @ টাইগার এবং স্বামীর নাম মো. জাহিদুল ইসলাম।
গ্রেফতারের পর রিনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) এর সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।