রায়গঞ্জে রিয়া অটো রাইস মিলকে এক লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রিয়া অটো রাইস মিলকে পরিবেশ ও কৃষকের ফসলের ক্ষতিসাধনের দায়ে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। শনিবার (২৪ মে) ঢাকার পরিবেশ ভবনে অনুষ্ঠিত এক শুনানিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব ও মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই শুনানিতে মিল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী কৃষক এস.এম. সোহাগ সরকার উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের পাঠানো আদেশপত্র সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা মৌজার তিন ফসলি জমিতে স্থানীয় কতিপয় প্রভাবশালীর মালিকানাধীন ‘বিসমিল্লাহ অটো রাইস মিল’ গড়ে ওঠে। পরবর্তীতে অভিযোগের মুখে মিলটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘রিয়া অটো রাইস মিল’।
মিলের বিষাক্ত পানি, বর্জ্য, ছাই ও কালো ধোঁয়ায় কৃষকের ফসল বিনষ্ট ও পরিবেশ দূষণের অভিযোগে এস.এম. সোহাগ সরকার ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর ঘটনাস্থলে সরেজমিন পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্তের আলোকে শনিবারের শুনানিতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৭ অনুযায়ী মিলটির বিরুদ্ধে Environmental Damage Assessment করে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর থেকে জানানো হয়েছে, রিয়া অটো রাইস মিলের কার্যক্রম বন্ধ ও স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং আদেশ বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনিটরিং করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিরাজগঞ্জ জেলা কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।