প্রকাশিত : ২৬ মে, ২০২৫ ০০:৫৮

সেদিন বেশি দূরে নেই যখন আমরা ২০০ নটিকেল মাইলের বাইরে সমুদ্র নিরাপত্তা দিতে পারব: ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন

উপজেলা সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালীঃ
সেদিন বেশি দূরে নেই যখন আমরা ২০০ নটিকেল মাইলের বাইরে সমুদ্র নিরাপত্তা দিতে পারব: ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন
নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি- সংবাদদাতা

নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সাবমেরিন সংযোজনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশের সব সমুদ্র বন্দর রক্ষায় নৌবাহিনীকে সম্পৃক্ত করার জন্য একটি সামগ্রিক পোর্ট স্ট্রাটেজি প্রণয়ন করা হচ্ছে।

রবিবার পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনীর ২০২৫ ব্যাচের ৪৬৩ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন নাবিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা দেশ-মাতৃকার সেবায় নিয়োজিত আছেন। সমুদ্রের নিরাপত্তা আপনারাই রক্ষা করবেন। সেদিন বেশি দূরে নয় যখন আমরা দেশের ২০০ নটিকেল মাইল সমুদ্রসীমার বাইরেও নিরাপত্তা দিতে পারব।"

তিনি নবীন নাবিকদের পেশাগত দক্ষতা অর্জন ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান। কুচকাওয়াজ শেষে কৃতিত্বপূর্ণ নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

২০২৫ ব্যাচের মধ্যে মোঃ গালিব আল মাহাদী অর্ণব সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। মোঃ হাসিব হোসেন ও মোঃ নাঈম গাজী যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ ও ‘শের-ই-বাংলা পদক’ অর্জন করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উপরে