ধামইরহাটে বিষ পানে যুবকের আত্মহত্যা

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিষ পানে ইমন হোসেন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায়। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ। এর আগে গত রবিবার রাতে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমন হোসেন রঘুনাথপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।
পরিবার এবং থানা সুত্রে জানা গেছে, ইমন হোসেন এবং তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে কথাকাটি হলে গত রবিবারে সে সকলের আড়ালে বিষ পান করেন। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি স্ত্রীর উপরে অভিমান করে সে বিষ পান করেছেন।
ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক জানান, খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।