পটুয়াখালীর কলাপাড়ায় ১০ বছর পর আদালতের রায়ে জমি ফিরে পেলেন কৃষক সরোয়ার

দীর্ঘ ১০ বছরের আইনি লড়াইয়ের পর পটুয়াখালীর কলাপাড়ায় নিজের ক্রয়কৃত জমির দখল ফিরে পেয়েছেন কৃষক গোলাম সরোয়ার। সোমবার (২৬ মে) সকালে আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চালিয়ে তাকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের কৃষক সরোয়ার ২০১৬ সালে একই গ্রামের আব্দুর রাজ্জাক সরদার গংদের বিরুদ্ধে সাড়ে ৫ শতাংশ জমির দখল ফিরে পেতে কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। অভিযুক্তরা দীর্ঘদিন ওই জমিতে অবৈধভাবে ঘর তুলে ভাড়া দিয়ে আসছিল।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত কৃষক সরোয়ারের পক্ষে রায় দেন। রায় কার্যকরে ম্যাজিস্ট্রেট, আদালতের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালিয়ে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।
ভূক্তভোগী গোলাম সরোয়ার বলেন, "দীর্ঘ ১০ বছর পর হলেও আমি ন্যায্য জমির দখল ফিরে পেয়েছি, এতে আমি সন্তুষ্ট। আদালতের প্রতি কৃতজ্ঞ।"
এ বিষয়ে অ্যাডভোকেট কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, “আদালতের রায় অনুযায়ী ডিগ্রীধারীকে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ থাকায় প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।”