প্রকাশিত : ২৭ মে, ২০২৫ ০১:২৫

নরসিংদীতে রেলের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে রেলের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। সোমবার (২৬ মে) দুপুরে নরসিংদী রেলস্টেশনের পাশের আরশিনগর রেলক্রসিং থেকে বাদুয়াচর রেলগেট পর্যন্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ভেকু মেশিন দিয়ে পরিচালিত অভিযানে শতাধিক দোকান ও বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ।

তিনি জানান, “দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা এসব স্থাপনা সরিয়ে নিতে এক মাস আগে মাইকিং করে সতর্ক করা হয়েছিল। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। ফলে আজ সকাল ১১টা থেকে অভিযান শুরু হয়। এই উচ্ছেদ অভিযান চারদিন ধরে চলবে। পরবর্তীতে কেউ আবারও দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপরে