পাবনায় জমতে শুরু করেছে কোরবানির পশুর বাজার, টালমাটাল গরুর দাম

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আটঘরিয়ায় জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। তবে বাজারে গরুর দাম নিয়ে চলছে চরম অস্থিরতা। সরকারিভাবে ভারত বা অন্য কোনো দেশ থেকে গরু আমদানি বন্ধ থাকায় স্থানীয় খামারিরা সুযোগ নিয়ে বাড়তি দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
বাজার ঘুরে দেখা গেছে, বড় গরুর দাম তুলনামূলক কম থাকলেও চাহিদা কিছুটা কম। বর্তমানে প্রতিমণ (৪০ কেজি) গরুর দাম ২৫ থেকে ২৮ হাজার টাকা পর্যন্ত ধরা হচ্ছে। তবে তিন থেকে চার মণের মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি এবং এদের দামও বেশি।
গরুর ব্যাপারী ও ক্রেতারা জানাচ্ছেন, ভারতীয় গরুর বৈধ আমদানি না থাকলেও সীমান্ত দিয়ে কিছু চোরাই গরু প্রবেশ করছে। এতে ধারণা করা হচ্ছে, ঈদের দুই-চার দিন আগে বাজারে গরুর সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে যেতে পারে।
স্থানীয় ক্রেতা নিজাম হোসেন জানান, “আমরা প্রায় পাঁচ মণের একটি গরু কিনেছি ২৮ হাজার টাকা মন দরে।” অন্য একজন ক্রেতা আব্দুল হামিদ জানান, “চার মণের গরু কিনেছি ২৬ হাজার টাকা মন দরে।” গরু বিক্রেতা ইদ্রিস বলেন, “তিন থেকে সাড়ে তিন মণের গরু ২৭ হাজার টাকা মন দরে বিক্রি হয়েছে।”
এদিকে পশুর হাটগুলোতে বিভিন্ন আকৃতির গরু আমদানি হতে শুরু করেছে। অনেক খামারি এবং ব্যাপারী এখনো শেষ মুহূর্তের ভরসায় হাটে তুলতে চাইছেন গরু, দাম ভালো পেলে বিক্রির আশায়।
বাজারে সরেজমিনে দেখা গেছে, সাধারণ ক্রেতারা অপেক্ষায় আছেন গরুর দাম কমার। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলে শেষ মুহূর্তে আবার দাম বাড়ার আশঙ্কাও রয়েছে।