প্রকাশিত : ১ জুলাই, ২০২৫ ০৪:১৯

গাবতলীতে দেড় যুগ পর নামফলক স্থাপনের স্থানে চিকিৎসা সেবার উদ্বোধন

আল-মামুন, বগুড়াঃ
গাবতলীতে দেড় যুগ পর নামফলক স্থাপনের স্থানে চিকিৎসা সেবার উদ্বোধন

বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নে দীর্ঘ প্রায় দেড় যুগ আগে নামফলক স্থাপন করা হলেও আজ পর্যন্ত নির্মিত হয়নি ঘোষিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি। তবে অবশেষে সাধারণ মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা সেবার সূচনা হলো এক ক্যাম্পের মাধ্যমে।

২০০৬ সালে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (বর্তমানে ভাইস চেয়ারম্যান) তারেক রহমান স্থানীয় জনগণের জন্য ঘোষিত এ হাসপাতালের নামফলক উদ্বোধন করেন। কিন্তু সরকার পরিবর্তনের পর হাসপাতাল নির্মাণ কার্যক্রম থেমে যায় এবং এলাকাবাসী বছরের পর বছর চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত থাকেন।

চিকিৎসা ক্যাম্পের সূচনা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ৩০ জুন কাগইল এলাকায় একটি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়। এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.আর. হাসান পলাশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন

বক্তাদের বক্তব্যে

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হক মমিন, শাহাদাত হোসেন খান সাগর, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিলু, সাবেক ইউপি চেয়ারম্যান আগা নেহাল বিন জলিল তপন এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “একটি জনগুরুত্বপূর্ণ হাসপাতাল দীর্ঘদিন অবহেলিত ছিল। এটি স্থাপিত হলে শুধু কাগইল নয়, আশপাশের কয়েকটি ইউনিয়নের জনগণ উপকৃত হতেন।” তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হাসপাতালটি দ্রুত নির্মাণ ও পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালুর দাবি জানান।

উপরে