প্রকাশিত : ২ জুলাই, ২০২৫ ০০:৪৫

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে আজ ২ জুলাই বুধবার বগুড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাব থেকে র‌্যালি শুরু হবে। র‌্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে একটি আলোচনা সভা।

এতে বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বগুড়ায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ অংশগ্রহণ করবেন। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল সকল পেশাদার সাংবাদিক বন্ধুদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

ইতিহাস:
উল্লেখ্য, ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস)। এরপর ১৯৯৫ সাল থেকে এআইপিএস-এর অধীনস্থ সকল সদস্য দেশগুলোতে এই দিনটি বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে প্রতি বছর দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়।

উপরে