প্রকাশিত : ৩ জুলাই, ২০২৫ ০০:৩৪

গাবতলীতে এক বড় ভাইয়ের বিরুদ্ধে ছোটভাইয়ের জমিদখলের অভিযোগ

উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ
গাবতলীতে এক বড় ভাইয়ের বিরুদ্ধে ছোটভাইয়ের জমিদখলের অভিযোগ

বগুড়া জেলার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়াডাঙ্গা ফুলদিঘীপাড়া গ্রামে ছোট ভাইয়ের জমি জবরদখল করার অভিযোগে বড় ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মালিয়াডাঙ্গা ফুলদিঘীপাড়ার মৃত আ: মান্নানের ছেলে মাহমুদুল হাসান (৪০) পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৮শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। তবে বাবার মৃত্যুর পর থেকে তার বড়ভাই মামুনুর রশিদ সেলিম (৫০) ওই জমি জবরদখল করার চেষ্টা করেন এবং বিভিন্ন সময় তাকে হুমকি দেন।

গত ২৯ জুন সকালে সেলিম তার দলবল নিয়ে জমিতে জোরপূর্বক টিনের ঘর নির্মাণ করতে থাকেন। এই সময় মাহমুদুল হাসান বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ২৯ জুন মাহমুদুল হাসান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে সেলিমসহ আরও ২ জনের নাম উল্লেখ করা হয়।

এ বিষয়ে বাগবাড়ী ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা এস আই ইফতেখাইরুল জানান, “অভিযোগটি হাতে পেয়েছি এবং তদন্ত কার্যক্রম শুরু করেছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং তারা আশা করছেন প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে যাতে সম্পত্তি সংক্রান্ত বিরোধ সমাধান হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।

উপরে