শেরপুরে ঘুগা বটতলায় ফুটব্রীজ স্থাপনের জন্য সভা

আজ ০২ জুলাই, বুধবার সকাল ১১টায় শেরপুরের ঘুগা বটতলায় মহাসড়কে জনগণের চলাচল ও পারাপারের জন্য ফুটব্রীজ স্থাপন বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা সিপিবি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহার সভাপতিত্বে এবং মোঃ নুরু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন স্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, ভবানীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্বাস আলী, মোঃ আরিফুল ইসলাম, মনোয়ারা স্কুলের পরিচালক মোঃ মঈনুল ইসলাম, আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, কৃষক নেতা শফিকুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, মওলা বক্স, মোঃ মাসুদ, আসমা খাতুন, মোঃ নবির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুরের ঘুগা বটতলাটি একটি জনবহুল এলাকা, যেখানে রয়েছে স্কুল, মাদ্রাসা, মসজিদ, রাণী ভবানীপুর মন্দির, হাটবাজার এবং ক্ষুদ্র কলকারখানা। অথচ সড়ক ও জনপথ কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ এলাকায় জনগণের নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা রোধে কোনো উদ্যোগ নেয়নি। তারা অভিযোগ করেন, সড়ক কর্তৃপক্ষ ঘুগা বটতলায় ফুটব্রীজ স্থাপন না করে স্থানীয় জনগণের সাথে বৈষম্যমূলক আচরণ করছে।
সভায় স্থানীয় জনগণের পক্ষে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সড়ক ও জনপথ কর্তৃপক্ষের কাছে ফুটব্রীজ স্থাপনের দাবি জানান।
এছাড়া, জনস্বার্থে এই দাবির বাস্তবায়ন নিশ্চিত করার জন্য একটি ৩১ সদস্য বিশিষ্ট ফুটব্রীজ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা কমিটির আহ্বায়ক এবং মোঃ ইকবাল হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
একমত হয়ে বক্তারা বলেন, এলাকার মানুষের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার জন্য অবিলম্বে ফুটব্রীজ স্থাপন করা উচিত, যাতে সেখানে প্রতিদিন যাতায়াতকারী জনসাধারণ দুর্ঘটনা থেকে নিরাপদে থাকতে পারে।