প্রকাশিত : ৩ জুলাই, ২০২৫ ০১:২০

রংপুরে ৪ জুলাই জনসভা উপলক্ষে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন, রংপুর:
রংপুরে ৪ জুলাই জনসভা উপলক্ষে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

রংপুরে আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল জনসভা উপলক্ষে গতকাল (২ জুলাই) রংপুর নগরীর শাপলা চত্বরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মাওলানা আব্দুল হালিম জনসভা সম্পর্কিত বিস্তারিত জানিয়ে বলেন,
"আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে রংপুর মহানগরী ও জেলা জামায়াতের আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। আমাদের এ আয়োজনের প্রস্তুতি কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে, এবং আমরা আশা করছি, স্থানীয় জনগণের সহযোগিতায় এটি সফল হবে।"

তিনি আরও বলেন,
"২০২৪ সালের জুলাইতে ছাত্র জনতার আন্দোলনের কারণে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে পালাতে বাধ্য করা হয়েছিল। রংপুরের কৃতিসন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদসহ বিভিন্ন ছাত্র আন্দোলনের নেতারা পুলিশের গুলিতে শাহাদতবরণ করেছিলেন। আমরা তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই এবং সকল শহীদদের স্মরণ করছি।"

এছাড়া তিনি জামায়াতে ইসলামী’র নেতাদের বিরুদ্ধে আনা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে বলেন,
"বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ ১১ জন নেতা, যারা রাজনৈতিক কারণে হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের স্মরণ করছি। আমরা বিশেষভাবে প্রশংসা করি জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং রংপুরের নেতা আজহারুল ইসলামকে, যিনি প্রায় ১৪ বছর কারাবরণ করার পর গত ২৮ মে মুক্তি পেয়েছেন।"

মাওলানা হালিম বলেন,
"আজকাল আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের কারণে জামায়াতে ইসলামী যথাযথভাবে তার গণতান্ত্রিক কার্যক্রম চালাতে পারছে না। সীমিতভাবে সমাবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর পরেও, আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় দুই লাখের বেশি মানুষ অংশগ্রহণ করবে বলে আমরা আশা করি।"

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন:

ডা. শফিকুর রহমান – বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর।

এটিএম আজহারুল ইসলাম – সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য।

এছাড়া আরও উপস্থিত থাকবেন—

অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল – কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।

অধ্যাপক গোলাম রব্বানী – রংপুর জেলা জামায়াতের আমীর।

এটিএম আজম খান – রংপুর মহানগর জামায়াতের আমীর উপাধ্যক্ষ।

মাওলানা এনামুল হক – জেলা সেক্রেটারি।

মোস্তাক আহমেদ – এসিস্ট্যান্ট সেক্রেটারি।

কেএম আনোয়ারুল হক কাজল – মহানগর সেক্রেটারি।

আল আমিন হাসান – সহকারী সেক্রেটারি।

এডভোকেট কাওছার আলী – শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর সভাপতি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:

মাওলানা মমতাজ উদ্দিন – কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক।

নুরুল হুদা – বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি।
এছাড়া আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নেতারা জনসভায় সকলকে যোগদান করতে আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামী’র রাজনৈতিক কার্যক্রম ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করেন।

উপরে