সরকারি গাড়ি নিয়ে শ্বশুরবাড়ি সফরে এডিসি: অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস

জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার-এর বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগটি এমন যে, গত ১ জুলাই তিনি পাবনায় তাঁর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সরকারি গাড়ি ব্যবহার করেন।
সূত্রের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সকালে জয়পুরহাট থেকে জয়পুরহাট ঘ-১১-০০২৩ নম্বরের পাজেরো সরকারি গাড়ি নিয়ে বিপুল কুমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। দুপুর ২টার দিকে তিনি পাবনা সদর থানার পাশের শ্বশুরবাড়িতে পৌঁছান এবং গাড়িটি পাবনা সার্কিট হাউসে রাখা হয়।
এ ঘটনা জানাজানি হওয়ার পর বুধবার, ২ জুলাই, জয়পুরহাটে সরকারি গাড়ি থাকা নিয়ে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়। তার পরিপ্রেক্ষিতে, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার দ্রুত গাড়িটি জয়পুরহাটে ফেরত পাঠান, এবং বিকেল নাগাদ এটি ফের ফিরে আসে।
এ বিষয়ে অভিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি মোবাইলে পাঠানো বার্তাতেও কোনো উত্তর দেননি।
ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে, জয়পুরহাট জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মোহা: সবুর আলী বলেন, "এ বিষয়ে আমি অবগত নই। উনি ছুটিতে গেছেন এবং ডিসি স্যারের কাছ থেকে ছুটি নিয়েছেন, তবে আমি আরও কিছু জানি না।"
এ বিষয়ে রাজশাহী বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি মুঠোফোনে বলেন, "বিষয়টি খতিয়ে দেখা হবে।"
এ ঘটনায় জনমনে প্রশ্ন উঠছে, সরকারি গাড়ি ব্যবহারের বিষয়ে প্রশাসনের নিয়ম-কানুন কতটা কঠোরভাবে অনুসরণ হচ্ছে। এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।