প্রকাশিত : ৪ জুলাই, ২০২৫ ১১:৩৮

লালপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ভূমিহীন সংগঠন "নিজেরা করি"-এর প্রতিবাদ কর্মসূচি
উপজেলা সংবাদদাতা, লালপুর, নাটোরঃ
লালপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাটোরের লালপুর উপজেলায় চন্ডীগাছা গ্রামের এক শিশু ধর্ষণ মামলার আসামীকে দ্রুত গ্রেফতার এবং ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভূমিহীন সংগঠন "নিজেরা করি"।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ভূমিহীন নেত্রী শাহারা বেগম। মানববন্ধনে বক্তব্য রাখেন, "নিজেরা করি" সংস্থার অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম, কর্মী রীনা মন্ডল, উত্তম কুমার রায়, ভূমিহীন নেতা লিলি বেগম, বাপ্পি দাস, মোস্তাফিজুর রহমান এবং কিশোর নিরব ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, "এমন একটি গুরুতর অপরাধ ঘটার পরেও মামলার তদন্তকারী কর্মকর্তা আলী আকবর আইনগত প্রক্রিয়া সম্পন্ন না করে আসামী পক্ষের সাথে অব্যাহত যোগাযোগ রাখছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। ভুক্তভোগী শিশুটির ন্যায়বিচার প্রাপ্তি এবং যথাযথ আইনি পদক্ষেপের জন্য প্রশাসনিক সহযোগিতা বাড়ানোর জোর দাবি জানাচ্ছি।"

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, "এই ধর্ষণ মামলার সঠিক তদন্ত এবং আসামীকে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আরও তৎপর হতে হবে। যদি দ্রুত ব্যবস্থা না নেয়া হয়, তবে এই ধরণের ঘটনা সমাজে আরও প্রকট হয়ে উঠবে।"

ভুক্তভোগী শিশুটির পরিবারও আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, "মামলার তদন্ত চলছে এবং আসামীকে গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্রুত গ্রেফতার হবে বলে আশ্বাস দিচ্ছি।"

এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের প্রতিবাদ কর্মসূচি জেলা এবং উপজেলা পর্যায়ে আরও তীব্র হতে পারে বলে জানাচ্ছেন স্থানীয় অধিকারকর্মীরা।

উপরে