প্রকাশিত : ৪ জুলাই, ২০২৫ ১১:৪৪

রাণীনগরে ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস

পরিবেশ সুরক্ষায় কৃষি বিভাগের উদ্যোগ
উপজেলা সংবাদদাতা, রাণীনগর, নওগাঁঃ
রাণীনগরে ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস

দেশের পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছ রোপণ, উত্তোলন এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কারণ, এই গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে, যা মাটির আর্দ্রতা কমিয়ে পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে। পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে সরকারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ পর্যায়ে সারা দেশে কৃষি বিভাগ নার্সারীগুলোর আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংসের কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে, নওগাঁর রাণীনগর উপজেলায় চারা উৎপাদনকারী নার্সারীগুলোর আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) উপজেলার চারটি নার্সারীতে কৃষি পূর্ণবাসন সহায়তা খাতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা উৎপাদনকারী বেসরকারি এবং ব্যক্তিমালিকানাধীন নার্সারী মালিকদের ক্ষতিপূরণ বাবদ পূর্ণবাসন কর্মসূচির আওতায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।

এ উপলক্ষে কাশিমপুর ইউনিয়নের একটি নার্সারীতে প্রধান অতিথি হিসেবে চারা কেটে ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, স্থানীয় মেম্বার, নার্সারী মালিকসহ আরো অনেকে।

এ সময় স্থানীয়দের সচেতন করে বলা হয়, বাড়ির আশেপাশে বা ফসলের জমির আইল দিয়ে রোপণ করা বড় বড় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। স্থানীয়দের দ্রুত এই গাছগুলো কেটে ফেলার পরামর্শও দেওয়া হয়।

এ কার্যক্রমের মাধ্যমে কৃষি বিভাগ রাণীনগর উপজেলায় পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ক্ষতিকর গাছের রোপণ বন্ধে পদক্ষেপ নিচ্ছে।

উপরে