প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫ ১৯:০২

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে

এবার পাসের হার ৬৮.৪৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে
ছবি- দৈনিক শিক্ষা হতে সংগৃহিত।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা—দু’টিই উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর গড় পাসের হার হয়েছে ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৪.৫৯ শতাংশ পয়েন্ট কম। গত বছর পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে প্রকাশিত এ ফলাফলে দেখা গেছে, এ বছর মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন উত্তীর্ণ হয়েছেন।

এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯। অর্থাৎ, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৩ হাজার ৯৭ জন।


বোর্ডওয়ারি ফলাফল

সবচেয়ে ভালো করেছে রাজশাহী বোর্ড

রাজশাহী শিক্ষা বোর্ড এবার পাসের হারে সবার শীর্ষে রয়েছে। এখানে পাসের হার ৭৭.৬৩ শতাংশ। তবে, আগের বছরের তুলনায় (৮৯.২৫%) এখানেও হ্রাস লক্ষ্য করা গেছে। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন, যা গত বছর ছিল ২৮ হাজার ৭৪ জন।

সবচেয়ে পিছিয়ে বরিশাল বোর্ড

বরিশাল বোর্ডে এবার সবচেয়ে কম পাসের হার—৫৬.৩৮ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৯.১৩ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ হাজার ১১৪ জন, যেখানে গত বছর পেয়েছিল ৬ হাজার ১৪৫ জন।


অন্যান্য বোর্ডের চিত্র:

শিক্ষা বোর্ড পাসের হার (২০২৫) পাসের হার (২০২৪) জিপিএ-৫ (২০২৫) জিপিএ-৫ (২০২৪) মন্তব্য
ঢাকা ৬৭.৫১% ৮৩.৯২% ৩৭,০৬৮ ৪৯,২৯০ উভয়ই কমেছে
কুমিল্লা ৬৩.৬০% ৭৯.২৩% ৯,৯০২ ১২,১০০ উভয়ই কমেছে
চট্টগ্রাম ৭২.০৭% ৮২.৮০% ১১,৮৪৩ ১০,৮২৪ GPA-৫ বেড়েছে
দিনাজপুর ৬৭.০৩% ৭৮.৪৩% ১৫,০৬২ ১৮,১০৫ উভয়ই কমেছে
ময়মনসিংহ ৫৮.২২% ৮৪.৯৭% ৬,৬৭৮ ১৩,১৭৫ উভয়ই কমেছে
যশোর ৭৩.৬৯% ৯২.৩৩% ১৫,৪১০ ২০,৭৬২ উভয়ই কমেছে
সিলেট ৬৮.৫৭% ৭৩.০৪% ৩,৬১৪ ৫,৪৭১ উভয়ই কমেছে
 

দাখিল ও ভোকেশনালেও হ্রাস

চলতি বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন। গড় পাসের হার ৬৮.০৯ শতাংশ, যা গত বছরের ৭৯.৬৬ শতাংশ থেকে কম। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন, যেখানে গত বছর ছিল ১৪ হাজার ২০৬ জন।

এসএসসি ও দাখিল ভোকেশনাল শাখায় পাসের হার হয়েছে ৭৩.৬৩ শতাংশ, যা গতবারের তুলনায় (৮১.৩৮%) কম। তবে এবার এই শাখায় জিপিএ-৫ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৮, যা আগের বছর ছিল ৪ হাজার ৭৮।


পরীক্ষা সংক্ষেপ

পরীক্ষা শুরু: ১০ এপ্রিল ২০২৫

পরীক্ষা কেন্দ্র: ৩,৭১৪টি

শিক্ষাপ্রতিষ্ঠান: ৩০,৮৮৮টি

মোট পরীক্ষার্থী: ১৯,২৮,১৮১ জন

উপরে