প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫ ১৩:০১

কাউনিয়ায় ৩৭ বছরের পুরনো সরু ব্রিজে জনদুর্ভোগ, দ্রুত নবনির্মাণের দাবি স্থানীয়দের

জে এইচ সোহাগ, কাউনিয়া, রংপুর
কাউনিয়ায় ৩৭ বছরের পুরনো সরু ব্রিজে জনদুর্ভোগ, দ্রুত নবনির্মাণের দাবি স্থানীয়দের

রংপুরের কাউনিয়া উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের শান্তবাজার হতে মৌলভীবাজার পাঁকা সড়কের মাঝপথে অবস্থিত ৩৭ বছরের পুরনো একটি সরু ব্রিজ জনজীবনে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

মাত্র ২.৪ মিটার প্রশস্ত ব্রিজটির রেলিং ভেঙে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, পাশাপাশি যান চলাচলেও চরম সমস্যা হচ্ছে। দ্রুত ব্রিজটি ভেঙে নতুন প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

৩৭ বছরের পুরনো ব্রিজে সীমাহীন ভোগান্তি

কাউনিয়া উপজেলা প্রকৌশল অফিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ১৯৮৬-৮৭ সালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজি খোর্দ্দ ভুতছাড়া গ্রামে ১৫ মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি নির্মিত হয়। ওই সময় এটি একটি ফুড ব্রিজ হিসেবে নির্মাণ করা হয়েছিল।

ব্রিজটি দিয়ে কাউনিয়া ও আশপাশের চরাঞ্চলসহ লালমনিরহাট সদরের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। সরু ব্রিজের কারণে এখানে শুধুমাত্র রিকশাভ্যান, বাইসাইকেল ও মোটরসাইকেল চলাচল করতে পারে। পণ্যবাহী গাড়ি, এম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের যানবাহন চলাচল করতে না পারায় ৫ কিলোমিটার ঘুরে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে।

স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর

স্থানীয় বাসিন্দা আবু তালেব, হযরত আলী ও বাবু মিয়া বলেন, “চরাঞ্চলের অন্তত ১০ গ্রামের মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করেন। সরু ব্রিজের কারণে কৃষিপণ্য পরিবহনে খরচ বাড়ে, জরুরি সেবাও বাধাগ্রস্ত হয়। বহুবার জনপ্রতিনিধিরা এসে দেখে গেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি।”

অটোচালক মানিক মিয়া বলেন, “ব্রিজ এতটাই সরু যে যাত্রী নিয়ে পেরোতে ভয় লাগে। কখনো যাত্রী নামিয়ে পার করতে হয়, আবার সাইকেল বা অটো একসঙ্গে উঠতে পারে না।”

স্থানীয় নারী শরিফা বেগম, নাছিমা বেগম ও মারুফা বেগম বলেন, “ব্রিজটি না থাকায় বালু ও ইটের গাড়ি আসে না। এম্বুলেন্স ডাকা হলে ৫ কিলোমিটার ঘুরে আসতে হয়, যা সময় ও জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।”

প্রকৌশল বিভাগের অবস্থান

এ বিষয়ে কাউনিয়া উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, “ব্রিজটি সরু ও ঝুঁকিপূর্ণ, বিষয়টি আমরা সরেজমিনে দেখেছি। ইতোমধ্যে নতুন প্রশস্ত ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত টেন্ডার আহ্বান করা হবে।”

উপরে