সাত বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হারেও শীর্ষে রাজশাহী শিক্ষা বোর্ড

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৭৭.৬৩ শতাংশ। এটি গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন হলেও দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষস্থান দখল করেছে রাজশাহী।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখখারুল ইসলামের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। এ সময় বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত সাত বছরের ফলাফল তুলনা:
রাজশাহী বোর্ডের ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়:
২০২৫: ৭৭.৬৩%
২০২৪: ৮৯.২৬%
২০২৩: ৮৭.৮৯%
২০২২: ৮৫.৮৮%
২০২১: ৯৪.৭১%
২০২০: ৯০.৩৭%
২০১৯: ৯১.৬৫%
পাসের হার ও মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে এ বছর সবচেয়ে পিছিয়ে রাজশাহী বোর্ড, তবে অন্যান্য বোর্ডের তুলনায় এখানকার ফল ভালো।
পরীক্ষার্থী ও পাসের সংখ্যা:
এ বছর রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১,৮২,৭৯২ জন।
এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১,৮০,৩১০ জন, পাস করে ১,৩৯,৯৮৩ জন।
জিপিএ-৫ প্রাপ্তির পরিসংখ্যান:
জিপিএ-৫ পেয়েছে মোট ২২,৩২৭ জন শিক্ষার্থী।
ছাত্র: ১০,৩৬৫ জন
ছাত্রী: ১১,৯৬২ জন
পাসের হারে ছাত্রীদের সাফল্য উল্লেখযোগ্য — ছাত্রীদের পাসের হার ৮২.০১%, যেখানে ছাত্রদের পাসের হার ৭৩.৬৪%।
অন্য পরিসংখ্যান:
বোর্ডের অধীন স্কুল: ২,৬৯০টি
শতভাগ পাস করা প্রতিষ্ঠান: ৯৯টি
শূন্য পাস বা ১০%-এর নিচে পাসের হার: কোনো স্কুলেই নয়
অনুপস্থিত পরীক্ষার্থী: ২,৪৮২ জন
বহিষ্কৃত পরীক্ষার্থী: ৭ জন
বোর্ড কর্তৃপক্ষের প্রতিক্রিয়া:
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন,
“ফলাফল প্রতিবছরই ভিন্ন হয়। কোনো ব্যাচ ভালো করে, কোনো ব্যাচ কিছুটা পিছিয়ে থাকে—এটাই স্বাভাবিক। আমরা বিস্তারিত বিশ্লেষণ করে দেখবো।”
বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখখারুল ইসলাম বলেন,
“ফলাফলের পেছনে শিক্ষার্থীদের কম মেধাসম্পন্ন বলা একেবারে ঠিক হবে না। কারণ সারাদেশেই এবার পাসের হার কম। অন্য কোনো কারণ আছে কি-না, সেটা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।”