প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫ ১৪:১৩

ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা, দুই সন্তান বাকরুদ্ধ

ঠাঁকুরগাও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা, দুই সন্তান বাকরুদ্ধ

ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব নারগুন গ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন মোছা: শারমিন আক্তার (৩২) নামে এক গৃহবধূ। পারিবারিক কলহে হতাশ হয়ে তিনি বুধবার (৯ জুলাই) দুপুরে আত্মঘাতী সিদ্ধান্ত নেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত শারমিন আক্তার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দুল্লর্ভপুর গ্রামের মো. জয়নাল আবেদীনের মেয়ে। প্রায় ১৪ বছর আগে তার বিয়ে হয় ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব নারগুন গ্রামের মো. আকতারুজ্জামান বাবলার সাথে। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে।

মৃত্যুর পূর্ববর্তী ঘটনা

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বুধবার দুপুরে শারমিন আক্তার সবার অগোচরে গ্যাস ট্যাবলেট সেবন করেন। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে প্রথমে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে রংপুরে নেওয়ার পথে দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় তার মৃত্যু হয়

আইনি ব্যবস্থা

এ ঘটনায় বৃহস্পতিবার (১০ জুলাই) শারমিন আক্তারের ভাই মো. আরিফুল ইসলাম (২৫) ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করেছেন। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক কলহ ও সামাজিক প্রতিক্রিয়া

স্থানীয়রা জানান, শারমিন আক্তারের সংসারে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে শারমিনের দুই শিশুসন্তান মায়ের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে

স্থানীয় সচেতন মহল বলেন, “পারিবারিক কলহের কারণে একজন মা যদি আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নেন, তাহলে আমাদের সমাজকে আরও মানবিক হতে হবে।”

উপরে