গণিতে এ প্লাস না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিলো মেধাবী সুমাইয়া

এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে এ প্লাস পেলেও শুধুমাত্র গণিতে এ প্লাস না পাওয়ায় আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামের এক মেধাবী শিক্ষার্থী। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকায়।
সুমাইয়া আক্তার ছিলেন গাড়িদহ ইউনিয়নের আব্দুল বারীর মেয়ে এবং আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, সে সব বিষয়ে এ প্লাস পেলেও গণিতে এ প্লাস না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে। ফলাফল প্রকাশের পর মায়ের কাছে দুঃখ প্রকাশ করে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
"সুমাইয়া খুব মেধাবী ছিল" — পরিবারের কান্না
তার ফুফাতো ভাই সেলিম রেজা বলেন,
“সুমাইয়া খুব মেধাবী ছাত্রী ছিল। সব সময় ক্লাসে ভালো করত। গণিতে এ প্লাস না পেয়ে সে নিজেকে ব্যর্থ মনে করছিল। আমরা কেউ ভাবতেই পারিনি সে এমন ভয়ংকর সিদ্ধান্ত নিতে পারে।”
পুলিশের বক্তব্য ও আইনানুগ ব্যবস্থা
শেরপুর থানার এসআই আনোয়ার হোসেন বলেন,
“ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিক তদন্ত শেষে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
মানসিক স্বাস্থ্য সচেতনতার আহ্বান
সুমাইয়ার এই অকাল মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সমাজে মানসিক চাপ, প্রত্যাশা ও হতাশার গভীর বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। শিক্ষাবিদ ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন,
“শিক্ষার্থীদের মেধা শুধুমাত্র জিপিএ দিয়ে নির্ধারণ করা যায় না। পরিবার ও সমাজের উচিত পরীক্ষার ফলাফল নিয়ে অতিরিক্ত চাপ না দেওয়া এবং শিক্ষার্থীদের মানসিকভাবে পাশে থাকা।”