প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫ ১৪:৫৫

সাদুল্লাপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

সাদুল্লাপুর, গাইবান্ধা, সংবাদদাতা
সাদুল্লাপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ সন্তোলা গ্রামে এসএসসি পরীক্ষায় ফেল করায় রূম্পা (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে ভাতগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং দক্ষিণ সন্তোলা গ্রামের উজ্জ্বল মোল্লার মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১০ জুলাই বৃহস্পতিবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ফেল করায় মানসিকভাবে ভেঙে পড়ে রূম্পা। এরপর সে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ১১ জুলাই শুক্রবার রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

শুক্রবার সকালে তার মরদেহ বাড়িতে আনা হলে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে এবং হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রূম্পা উজ্জ্বল মোল্লার তিন সন্তানের মধ্যে মেজো। পরীক্ষায় ফেল করার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার

উপরে