প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫ ০০:৫২

ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান মালিক সমিতির নয়া কমিটির অভিষেক

নিজস্ব প্রতিবেদক
ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান মালিক সমিতির নয়া কমিটির অভিষেক
শুক্রবার উপশহরের রুপসা কমিউনিটি সেন্টারে বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান মালিক সমিতির নব- নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। - চাঁদনী বাজার

বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিক সমিতির নয়া কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার শহরের একটি স্থানীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি নবনির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করান এবং সংগঠনকে সুসংগঠিত ও পেশাদার ভিত্তিতে পরিচালনার আহ্বান জানান। সংগঠনের সাধারন সম্পাদক সরকার মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, শহর বিএনপি’র সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদও উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বাস মিনিবাস মারিক সমিতির সভাপতি একে এম তৌহিদুল আলম মামুন, জেলা বিএসপি’র সাংগাঠনিক সম্পাদক সহিদুন্নবি সালাম,, কে এম খায়রুল বাশার, শহর বিএনপি’র সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সামছুজ্জামান ছামছু, আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডল, সাধারন সম্পাদক মিন্টু খান প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ও উপজেলার পরিবহন মালিকগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিবহন খাতের নানা সংকট, নিরাপত্তা, ডিজেল মূল্যবৃদ্ধি ও সড়ক অবকাঠামোর দুর্বলতা নিয়ে আলোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপরে