প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫ ০১:২৯

নারী নির্যাতন মামলা থেকে বাঁচতে মিথ্যা সম্মেলন, পাল্টা সাংবাদিক সম্মেলনে স্ত্রীর অভিযোগ

নূর হোসেন রেইন, গাইবান্ধা থেকে ঃ
নারী নির্যাতন মামলা থেকে বাঁচতে মিথ্যা সম্মেলন, পাল্টা সাংবাদিক সম্মেলনে স্ত্রীর অভিযোগ

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় নারী নির্যাতনের মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে স্বামী কর্তৃক আয়োজিত মিথ্যা সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছেন স্ত্রী রওশন আরা বেগম। শনিবার (১২ জুলাই) বোনারপাড়ায় অনুষ্ঠিত এই সম্মেলনে তিন সন্তানের জননী রওশন আরা স্বামী মাইদুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেন।

লিখিত বক্তব্যে রওশন আরা জানান, ২০০৪ সালের ৪ জুলাই গাইবান্ধার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের মৃত আজিম উদ্দিন কাজীর ছেলে মাইদুল ইসলামের সঙ্গে ইসলামি শরিয়ত মোতাবেক এবং রেজিস্ট্রি করে তার বিয়ে হয়। বিয়ের পর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসার করলেও, কিছুদিন পর মাইদুল তার অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন।

রওশন আরা অভিযোগ করেন, “আমার বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা যৌতুক আনার জন্য মাইদুল চাপ দেয়। আমি অস্বীকৃতি জানালে সে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। বাধ্য হয়ে আমি ২০২৫ সালের ২৯ মে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করি।”

তিনি আরও জানান, মামলা দায়েরের পর থেকে স্বামী মাইদুল ভরণপোষণ বন্ধ করে দিয়েছেন এবং মামলা তুলে না নিলে প্রাণনাশসহ নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন।

প্রশাসনের কাছে বিচার দাবি

রওশন আরা বলেন, “মাইদুল এখন সাংবাদিক সম্মেলন করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। কিন্তু সত্য আড়াল করা যায় না। আমি এই পাল্টা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে ন্যায়বিচার এবং আমার সন্তানের ভবিষ্যতের নিরাপত্তা চাইছি।”

এই সময় উপস্থিত ছিলেন রওশন আরার শাশুড়ি মল্লিকা বেওয়া, বড় ছেলে রাসেল (১৮), মেয়ে মিম আক্তার (১৬) এবং ছোট মেয়ে মাহিয়া আক্তার (৯)।

প্রসঙ্গত, নারী নির্যাতনের মামলার পর প্রতিপক্ষ অনেক সময় মানহানিকর প্রচারণার আশ্রয় নেয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।

উপরে