প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫ ০১:৪৬

স্যামসাং বাংলাদেশের ঈদ ক্যাম্পেইনে বিজয়ীদের ঘরে নতুন মোটরসাইকেল ও হোম অ্যাপ্লায়েন্স

খবর বিজ্ঞপ্তিঃ
স্যামসাং বাংলাদেশের ঈদ ক্যাম্পেইনে বিজয়ীদের ঘরে নতুন মোটরসাইকেল ও হোম অ্যাপ্লায়েন্স
ছবি- বিজ্ঞপ্তির

সম্প্রতি রাজধানীতে স্যামসাং বাংলাদেশের অফিসে অনুষ্ঠিত এক জমকালো আয়োজনে 'দ্য গ্র্যান্ড ইনভাইট' ঈদ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এই উৎসবমুখর ক্যাম্পেইনে বিজয়ীরা পেয়েছেন সুজুকি মোটরসাইকেল, স্কুটার এবং স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সসহ আকর্ষণীয় সব পুরস্কার।

ক্যাম্পেইনের প্রধান বিজয়ীরা হলেন মাশরিফ বিন জুলফিকার এবং আবু সালেহ আল নোমান। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে যথাক্রমে সুজুকি জিক্সার এসএফ এবং সুজুকি এক্সেস ১২৫। এছাড়াও, আরও দশজন সৌভাগ্যবান বিজয়ী পেয়েছেন স্যামসাং টিভি, রেফ্রিজারেটর ও মাইক্রোওয়েভ ওভেনের মতো প্রয়োজনীয় হোম অ্যাপ্লায়েন্স।

ঈদের আনন্দে বাড়তি উপহার

গত ২০ মে থেকে ১৮ জুন পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে অংশ নিয়ে ক্রেতারা পেয়েছেন এক্সক্লুসিভ গিফট, নির্দিষ্ট স্যামসাং ডিভাইসে সর্বোচ্চ ৯৬ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, এবং বেছে নেওয়া কিছু মডেলে দ্বিতীয় বছরের জন্য ফ্রি ওয়ারেন্টি সুবিধা।

স্যামসাং বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা ক্রেতাদের জন্য ঈদের আনন্দ আরও অর্থবহ করে তুলতে চেয়েছিল। ক্রেতাদের বিপুল সাড়ায় তারা অত্যন্ত সন্তুষ্ট।

স্যামসাং-এর বক্তব্য

অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশন সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন,

“ঈদ আমাদের জন্য শুধু উৎসব নয়, ভালোবাসা ভাগাভাগির সময়। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে চেয়েছি। বিজয়ীদের আনন্দ আমাদের সাফল্যের বড় প্রমাণ।”

তিনি আরও বলেন,

“স্যামসাং সবসময়ই চায় গ্রাহকদের সঙ্গে আরও দৃঢ় ও অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”

 উল্লেখযোগ্য তথ্য সংক্ষেপে:

প্রধান পুরস্কার: সুজুকি মোটরসাইকেল ও স্কুটার

ক্যাশব্যাক: সর্বোচ্চ ৯৬ হাজার টাকা

সময়কাল: ২০ মে – ১৮ জুন

অতিরিক্ত সুবিধা: ২য় বছরের ফ্রি ওয়ারেন্টি

উপরে