প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫ ০২:৩৪

বগুড়ায় টিএমএসএস-এর সংবাদ সম্মেলন: সাশ্রয়ী মূল্যে ক্যান্সার চিকিৎসায় জিন-ভিত্তিক প্রযুক্তির যুগান্তকারী অগ্রগতি

খবর বিজ্ঞপ্তিঃ
বগুড়ায় টিএমএসএস-এর সংবাদ সম্মেলন: সাশ্রয়ী মূল্যে ক্যান্সার চিকিৎসায় জিন-ভিত্তিক প্রযুক্তির যুগান্তকারী অগ্রগতি

 বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সাবুজ সংঘ) জানিয়েছে, তারা দেশের প্রথম পূর্ণাঙ্গ "নেক্সট-জেনারেশন সিকোয়েন্সিং (NGS)" ভিত্তিক বায়ো মলিকুলার ল্যাব প্রতিষ্ঠা করেছে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে ISO 15189 স্বীকৃতির পথে। এই ল্যাব আধুনিক প্রিসিশন মেডিসিন প্রযুক্তির মাধ্যমে ক্যান্সার চিকিৎসাকে আরও নির্ভুল, সাশ্রয়ী এবং পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত করার সুযোগ সৃষ্টি করছে।

টিএমএসএস-এর সহযোগী অধ্যাপক ও ল্যাব প্রধান ডাঃ ডি. এম. আরিফুর রহমান জানান, বর্তমানে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের ১৮তম তলায় এই ল্যাবটি অবস্থিত এবং ইতোমধ্যে ১৯২টিরও বেশি সফল জিনগত পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ক্যান্সার চিকিৎসায় প্রযুক্তির ব্যবহারে বৈপ্লবিক পরিবর্তন: ডাঃ আরিফুর রহমান বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১.৬ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হন এবং এর একটি বড় অংশ উচ্চমূল্যের চিকিৎসা গ্রহণে অক্ষম। এই প্রেক্ষাপটে টিএমএসএস আধুনিক প্রযুক্তিনির্ভর এবং সাশ্রয়ী মূল্যে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা চালু করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ল্যাবে BRCA1, BRCA2, HRD, Solid Tumor, Thalassemia এবং Liquid Biopsy সম্পর্কিত জিনগত টেস্ট সাশ্রয়ী মূল্যে (২৫,০০০-৩৫,০০০ টাকা) করা হচ্ছে, যেখানে আন্তর্জাতিক বাজারে এসব পরীক্ষার খরচ ১-২ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে।

বিশ্বমানের প্রযুক্তি ও আন্তর্জাতিক প্রশিক্ষণ: ল্যাবে ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে রিয়েল-টাইম পিসিআর, জেনেটিক অ্যানালাইজার, এবং NGS টেকনোলজি। ল্যাব পরিচালনার জন্য ১২ সদস্যের প্রশিক্ষিত টিম গঠিত হয়েছে, যাঁরা অস্ট্রেলিয়ার সহযোগিতায় উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত।

টিএমএসএস-এর স্বাস্থ্যখাতে বিস্তৃত অবদান: টিএমএসএস বর্তমানে ৮টি হাসপাতাল, ১১টি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ও ১৩০টির বেশি সাব-সেন্টার পরিচালনা করছে। স্বাস্থ্য, শিক্ষা এবং ক্ষুদ্র ঋণের সমন্বয়ে গড়ে তোলা HEM মডেল বাস্তবায়নে কাজ করছে সংস্থাটি।

উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা: সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল টিএমএসএস বায়ো মলিকুলার ল্যাবে প্রিসিশন মেডিসিন ভিত্তিক জিনগত নির্ণয় পদ্ধতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা এবং দেশের সাধারণ মানুষকে এই সেবার আওতায় আনার প্রচার চালানো।

উপস্থিত ছিলেন: ডাঃ ডি. এম. আরিফুর রহমান, সহযোগী অধ্যাপক (হিস্টোপ্যাথলজি), প্রধান, টিএমএসএস বায়ো মলিকুলার ল্যাব এবং মোঃ মতিউর রহমান, উপ-নির্বাহী পরিচালক-২, টিএমএসএস সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

টিএমএসএস-এর এই উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও সংবাদ সম্মেলনে বক্তারা অভিমত প্রকাশ করেন।

 

উপরে