প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫ ২২:০১
আশ সিফা মডেল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সাদুল্লাপুর, গাইবান্ধা সংবাদদাতা :

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে
সাদুল্লাপুর উপজেলার পশ্চিমপাড়ায় আশ শিফা মডেল মাদরাসায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবারে আশ সিফা মডেল মাদরাসার প্রাঙ্গণে পরিচালক ও প্রিন্সিপাল মুফতি মাওলানা শাফিউজ্জামান সুমনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার আমীর মো. এরশাদুল হক ইমন, শিক্ষক প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।
অভিভাবক সমাবেশে বক্তারা নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানবতার সেবায় নিয়োজিত হওয়া ও ইসলামের পূর্ণ অনুসারী হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন।