প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫ ০১:৫২

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফের উপড় বর্বচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রায়গঞ্জ, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফের উপড় বর্বচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইট ভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ খানের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে  উপজেলার কোদলা দিগর সমিতি  কার্যালয়ে চান্দাইকোনা ইট নির্মাণ কল্যাণ সমবায় সমিতির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সংবদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন গত সোমবার উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. আবু হানিফ  নিজ এলাকায় একটি আলোচনা সভায় অংশ নিলে, প্রতিপক্ষরা 
 
 তার ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। বর্তমানে আবু হানিফ খান চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই। বিচার না হলে চান্দাইকোনা ইউনিয়ন ইট নির্মাণ কল্যাণ সমবায় সমিতির প্রত্যেক সদস্যদের নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন তিনি। 
 
এ সময় চান্দাইকোনা ইট নির্মাণ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক সরদার, সিনিয়র সহ সভাপতি শাহ আলী সরদার, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারিক সরদার,  নজরুল ইসলাম সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।  
উপরে