প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫ ১৮:১৫

সাদুল্লাপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

সাদুল্লাপুর, গাইবান্ধা সংবাদদাতা :
সাদুল্লাপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
 গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা-কামারপাড়া রেলস্টেশনের মাঝামাঝি ট্রেনে কাটা পড়ে স্বাধীন মিয়া (২০) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছেন। 
 
শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় পার্বতীপুর থেকে বোনারপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা রামসাগর ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
নিহত যুবকের নাম স্বাধীন।তিনি  সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের মৃত জাহিদুল ইসলামের একমাত্র ছেলে।
 
স্থানীয়রা জানান, ঘটনার দিন সন্ধ্যায় রেললাইনে শুয়ে ছিলেন স্বাধীন।এরইমধ্যে রামসাগর ট্রেনে কাটা পড়ে  তিনি মারা যান।এতে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিছিন্ন হয়ে যায়।
 
গাইবান্ধা বালাসিঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। তিনি মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন,নিহত স্বাধীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। অনেক চিকিৎসা করেও তিনি সুস্থ না হওয়ায় মাঝে মধ্যে দ্বিগবিদ্বিক ছুটাছুটি করে ঘুরে বেড়াতেন। এ ব্যাপারে বোনারপাড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
 তবে নিহতের পরিবারের কোন দাবি না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপরে