প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫ ০১:৫১

সান্তাহারে ডাকাতি-ছিনতাইয়ে আতঙ্কে জনজীবন

তিন দিনে ঘটেছে ছয়টির বেশি চুরি ও ডাকাতির ঘটনা
মিহির কুমার সরকার, আদমদীঘি, বগুড়া
সান্তাহারে ডাকাতি-ছিনতাইয়ে আতঙ্কে জনজীবন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় গত রোববার এভাবেই বেলকনির গ্রীল কেটে বাড়ির ভিতর প্রবেশ করে। ছবি- সংবাদদাতা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। গত তিন দিনেই শহরের বিভিন্ন স্থানে অন্তত ছয়টি চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। এ অবস্থায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

সবচেয়ে বড় ঘটনা ঘটে গত রোববার দিবাগত রাতে, শহরের নামা পৌঁওতা মহল্লায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সোহেল রানার বাড়িতে। গ্রিল কেটে ৮-১০ জনের একটি ডাকাতদল বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তারা নগদ প্রায় ৫০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

একই রাতে স্টেশন এলাকায় বাদাম বিক্রেতা লেবু মিয়ার কাছ থেকে ছিনতাইকারীরা ছিনিয়ে নেয় ২,৫০০ টাকা। এর আগে, গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপহার টাওয়ারের সামনে ন্যাটো ফার্মেসিতে ঘটে দুর্ধর্ষ চুরির ঘটনা।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে চোরেরা সান্তাহার রোজা ব্যাটারি হাউজ এবং মনিকা মার্কেটে অবস্থিত মতি মিল স্টোরে চুরি চালায়।

রোজা ব্যাটারি হাউজের মালিক আব্দুর রাজ্জাক জানান, তাঁর দোকান থেকে চুরি যাওয়া অটোচার্জার ব্যাটারির বাজারমূল্য আনুমানিক আড়াই লাখ টাকা।

একই রাতে, মতি মিল স্টোরেও তালা ভেঙে দোকানের ভেতরে ঢুকে প্রায় ৮০ হাজার টাকা, গুরুত্বপূর্ণ দলিলপত্র ও ব্যাংক চেক চুরি করে নিয়ে যায় চোরেরা।

এছাড়া পৌর শহরের কলা বাগান এলাকায় প্রায় প্রতিরাতেই ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

ভুক্তভোগীরা জানিয়েছেন, এসব ঘটনায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার বা চুরি হওয়া মালামাল উদ্ধার করা যায়নি।

স্থানীয়রা অভিযোগ করছেন, পুলিশি টহল না থাকায় এবং নিরাপত্তার ঘাটতির সুযোগ নিয়েই প্রতিনিয়ত এসব অপরাধ সংঘটিত হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সান্তাহারের সাধারণ মানুষ।

উপরে