প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫ ২৩:৫৭

ধামইরহাটে চোরাই ট্রাক উদ্ধার, গ্রেফতার ২

উপজেলা সংবাদদাতা, ধামইরহাট, নওগাঁঃ
ধামইরহাটে চোরাই ট্রাক উদ্ধার, গ্রেফতার ২
নওগাঁর ধামইরহাটে ট্রাক চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। টানা কয়েক দিনের চেষ্টায় চুরি হওয়া একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-১৯৮৬) উদ্ধার করা হয়। গত শনিবার ভোরে রাজধানীর গাবতলি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ওসি ইমাম জাফর। গ্রেফতার আসামিরা হলো- উপজেলার দক্ষিণ চকযদু এলাকার আবদুল খালেকের ছেলে আবু ইউসুফ (২৪) ও জয়পুরহাট জেলার কালাই উপজেলার জাহিদুল ইসলামের ছেলে তাইফুল ইসলাম (৩৫)।
 
ওসি আরও জানান, গত ১৯ জুলাই ভোর রাতে উপজেলার টিএন্ডটি এলাকা থেকে একটি ট্রাক চুরি হয়। পরে ট্রাকের মালিকের পক্ষে উপজেলার উত্তর চকযদু এলাকার রবিউল ইসলাম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৩, তারিখ:২৪/৭/২৫ ইং। মামলার প্রেক্ষিতে ধামইরহাট থানার ওসির নেতৃত্বে এসআই মনিরুজ্জামান সহ ৪জনের একটি ট্রিম কয়েকদিনের অভিযানে ঢাকার গাবতলি এলাকার মধুমতী গ্যারেজ থেকে ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনায় জড়িত আসামি আবু ইউসুফকে উত্তরার দিয়াবাড়ি থেকে এবং তাইফুল ইসলাম কে কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ট্রাক চুরির ঘটনার মামলা চলমান রয়েছে। এর সঙে আরও জড়িতদের গ্রেফতারে থানা পুলিশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন বলেও জানান ওসি ইমাম জাফর।
 
ট্রাকের মালিক বগুড়া সদর এলাকার আলমগীর হোসেন জানান, আমি চাকুরির পেনশনের টাকায় মাত্র ৯মাস আগে ট্রাকটি কিনেছিলাম। এর মধ্যে চুরির ঘটনায় আমি দিশাহারা হয়ে পড়েছিলাম। আল্লাহর রহমতে এবং থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে আমি চুরি যাওয়া ট্রাকটি ফেরত পেয়েছি। চুরির সঙে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
উপরে