প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫ ০০:২২

বগুড়ায় জমি সংক্রান্ত বিরোধে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ, যুবক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় জমি সংক্রান্ত বিরোধে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ, যুবক হাসপাতালে
আহত সোহাগ (২৮)। ছবি- চাঁদনী বাজার

বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর ভাঙ্গিপাড়া গ্রামে পুলিশের এক কর্মকর্তার মারধরে সোহাগ (২৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই (বুধবার) বিকেলে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মীরপুর ভাঙ্গিপাড়া গ্রামের মৃত শাহীন মোল্লার ছেলে সোহাগের সঙ্গে পুলিশের এটিএসআই (সহকারী টাউন সাব-ইন্সপেক্টর) রেজাউল করিম খোকনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ কর্মকর্তা তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে সোহাগ গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, তারা মামলার প্রস্তুতি নিচ্ছে। তবে সোহাগ গুরুতর আহত থাকায় এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত পুলিশ কর্মকর্তা রেজাউল করিম খোকনের বক্তব্য পাওয়া যায়নি।

তবে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, “ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপরে