নওগাঁয় মাদক সেবনের ভিডিও ভাইরাল: ছাত্রদল নেতা সাময়িক বহিষ্কার

নওগাঁর ধামইরহাটে নাফিউল ইসলাম নামের এক ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
গতকাল শনিবার (২১ জুলাই) নওগাঁ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ফরহাদ হোসেনের স্বাক্ষরিত একটি দলীয় বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃত নাফিউল ইসলাম ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন এবং উপজেলার চৌঘাট গ্রামের স্থায়ী বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “নওগাঁ জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাফিউল ইসলামকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।”
যদিও বহিষ্কারের বিজ্ঞপ্তিতে ভিডিওর কথা সরাসরি উল্লেখ করা হয়নি, তবে দলীয় সূত্র এবং স্থানীয় পর্যায়ে জানা গেছে, গত শুক্রবার রাতে নাফিউল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা ছাত্রদলের নজরে আসে। পরদিনই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন বলেন, "মাদক সেবনের অভিযোগের প্রেক্ষিতেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।"