প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫ ০০:৪৫
ক্যান্সারে আক্রান্ত কাহালু পৌর ছাত্রদলের সভাপতির মায়ের চিকিৎসার খোঁজখবর নিলেন সাবেক এমপি মোশারফ হোসেন
উপজেলা সংবাদদাতা, কাহালু, বগুড়াঃ

বগুড়া শজিমেক হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত কাহালু পৌর ছাত্রদলের সভাপতির মায়ের চিকিৎসার খোঁজখবর নেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু- নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। - ছবি - সংবাদদাতা
কাহালু পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহমেদ ফাহিম এর মাতা ফরিদা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত শনিবার রাতে হাসপাতালে তাকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু- নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদ আব্দুল মোমিন, কাহালু পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহমেদ ফাহিম।
এ সময় সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন হাসপাতালের বিভিন্ন ফ্লোরে নন্দীগ্রাম উপজেলার বাদলাশন গ্ৰামের সুলতানা , কাহালু উপজেলার কর্ণী পাড়ার আব্দুস সাত্তার, দক্ষিণ জামগ্রামের শফিকুল ইসলামকে দেখে ৪ তলা থেকে যখন নিচে নেমে এসেছেন ঠিক তখন বয়োজ্যেষ্ঠ মুরুব্বী নিচের ফ্লোরে বললো যে আমাদের চারতলায় একটা রোগী আছে যদি একটু দেখে যেতেন ? সঙ্গে সঙ্গে আবার ৪ তলায় গিয়ে, মুরইল ইউনিয়নের ভালতা গ্রামের তাহেরকে দেখেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।
এমপি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন জানান, আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য আমি দীর্ঘদিন ধরে কাজ করছি এবং নিজের জান প্রাণ উজাড় করে সর্বোচ্চ করার চেষ্টা করবো ইনশাল্লাহ।