উল্লাপাড়ায় স্কুলে ভর্তি বাণিজ্যের অভিযোগে অফিস সহকারী সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোমেনা আলী বিজ্ঞান স্কুলে ছাত্র ভর্তি কার্যক্রমে দুর্নীতির অভিযোগে অফিস সহকারী কাম হিসাব সহকারী খন্দকার মোর্শেদুল বারী লিয়নকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দুপুরে স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, অফিস সহকারীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গত ১৭ জুলাই থেকে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ৭ জন ছাত্রকে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে তাদের অভিভাবকদের কাছ থেকে মোট ১ লাখ ৪২ হাজার টাকা নেন মোর্শেদুল বারী লিয়ন। কিন্তু কাউকেই ভর্তি করানো হয়নি। পরে শিক্ষার্থীদের স্কুল ড্রেস পরে পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হলে বিষয়টি শিক্ষক-অভিভাবকদের নজরে আসে।
অভিভাবক আব্দুল খালেক অভিযোগ করেছেন, তিনিও ভর্তির আশ্বাসে ৩০ হাজার টাকা দিয়েছিলেন, কিন্তু তার সন্তানকে ভর্তি করা হয়নি।
প্রধান শিক্ষক আরও জানান, “চলতি বছর স্পষ্ট নির্দেশনা ছিল—ভর্তিতে কোনো ধরনের তদবির গ্রহণযোগ্য নয়। তারপরও অফিস সহকারী গোপনে টাকা নিয়েছেন। বিষয়টি জানার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে ভুল স্বীকার করে। এরপর ২ জুলাই তাকে শোকজ করা হয় এবং পরে ম্যানেজিং কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে।”
তিনি আরও বলেন, “পরীক্ষার সময় দেখা যায়, ড্রেস পরা কিছু ছাত্র ক্লাসে ফাঁকা জায়গায় বসে আছে। তাদের জিজ্ঞেস করলে জানায়, লিয়ন স্যার ডেকে এনেছেন।”
এ বিষয়ে অভিযুক্ত মোর্শেদুল বারী লিয়নের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, “অভিযোগ তদন্তে মাধ্যমিক শিক্ষা অফিসের একজন প্রতিনিধি ও দুজন শিক্ষককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”